হবিগঞ্জে বনপ্রহরীদের পিটিয়ে দুই কাঠ পাচারকারীকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বনপ্রহরীরা পাচারকারীদের জেলা বন কর্মকর্তার কার্যালয়ে নেয়ার পথে মঙ্গলবার বিকেলে উপজেলার গাতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বন টহলবাহিনীর সদস্য মো. সাদেক মিয়া, বনপ্রহরী সেলিম হোসেন, সীতাংশু কৈরী, তাজুল ইসলাম, ছিদ্দিক মিয়া, ওলি মিয়া। তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা এটিএম সিদ্দিকুর রহমান ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, মঙ্গলবার রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার সময় লাতুরগাঁও গ্রামের মো. ফারুক মিয়া ও তৌফিক মিয়া নামের দুই পাচারকারীকে আটক করে বন প্রহরীরা। তাদের জেলা বন কর্মকর্তার কার্যালয়ে নেয়ার পথে ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় প্রহরীরা পাল্টা গুলি করে।
এ বিষয়ে কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান জানান, সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে এই বন থেকে গাছ পাচার করে আসছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বলেন, ‘বনপ্রহরীদের ওপর হামলা চালিয়ে দুই পাচারকারীকে ছিনিয়ে নেয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
বাণিজ্য প্রতিদিন/এম জি