Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

স্ত্রী হত্যার ৭ বছর, পলাতক স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ

০৬ জানুয়ারি, ২০২১ ৩:৩৬ অপরাহ্ণ
স্ত্রী হত্যার ৭ বছর, পলাতক স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ

কুমিল্লায় সাবেক স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আবদুল কাদেরকে জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।

বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদেরের বাড়ি দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামে। ওই ঘটনায় গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন তিনি।

মামলার বিবরণ থেকে জানা যায়, কাদেরের সঙ্গে ২০০৫ সালের দিকে বিয়ে হয় একই উপজেলার রাজামেহার গ্রামের আয়েশা আক্তারের। পারিবারিক কলহসহ নানা কারণে ২০১০ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

আয়েশা পরে নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ শুরু করেন। ২০১৩ সালের ১২ আগস্ট মায়ের সঙ্গে নানার বাড়ি থেকে ফেরার পথে মুরাদনগর উপজেলার ওরিশ্বর বালিকা বিদ্যালয়ের সামনে তার ওপর হামলা চালায় কাদের।

ওই সময় কাদের আয়েশার বুকে ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

হামলার সময় আয়েশার মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে কাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আয়েশার বাবার করা হত্যা মামলায় জামিনে বেরিয়ে পালিয়ে যায় কাদের।

ওই মামলায় ২০১৩ সালের ১৫ ডিসেম্বর কাদেরকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর পর বুধবার এ মামলার রায় দিল আদালত।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার