Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

আনন্দ-উচ্ছ্বাসে সময়টাকে বেশ উপভোগ করছেন মিমি

০৬ জানুয়ারি, ২০২১ ৪:০৬ অপরাহ্ণ
আনন্দ-উচ্ছ্বাসে সময়টাকে বেশ উপভোগ করছেন মিমি
অনলাইন ডেস্ক :

নতুন বছরের আগেই দুবাইয়ে পাড়ি জমিয়েছেন পশ্চিমবঙ্গের নন্দিত নায়িকা মিমি চক্রবর্তী। বর্ষবরণ উদযাপন করেছেন সেখানেই। শুটিং আর রাজনীতির ব্যস্ততা থেকে খানিকটা সময় নিজের জন্য বের করে নিয়েছেন।

সেখানে প্রায় প্রতিদিন সকাল সকাল সাজগোজ করে ঘুরতে বের হচ্ছেন। আর সেই মুহূর্তগুলোকে একের পর এক শেয়ার করছেন ইনস্টাগ্রামে।

দুবাইয়ের বালিয়াড়ি দেখে তার উচ্ছ্বাসের ভিডিও শেয়ার করেছেন মিমি। তাতে দেখা যাচ্ছে, গাড়িতে করে মরুভূমিতে ঘুরছেন তিনি। সামনে সারি সারি বালিয়াড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আর তা দেখে আবেগতাড়িত হয়ে পড়ছেন তিনি।

মরুভূমিতে গাড়ি থামতেই নেমে পড়লেন। তার পর জুতা খুলে খালি পায়েই হাঁটতে শুরু করলেন মিমি। ঠাণ্ডা বালি। তাই অসুবিধা তো হচ্ছিলই না। বরং ‘বেশ ভালোই লাগছে’ ভিডিওতে এমনও বলতে শোনা যায় মিমিকে।

বলা যায়, মিমির আনন্দ যেনো থামছেই না। নেচে-গেয়ে বাঁচার যে আনন্দ, সেটাই যেনো উপভোগ করছেন নায়িকা। কারণ, যতই তিনি এই বালিয়াড়ি দেখেন, ততই তা ধরা দেয় নতুন রূপে। আর এই বদলে যাওয়া বিশালতাকেই দেখে দেখে আশা মেটে না তার। সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন মিমি।

বাণিজ্যপ্রতিদিন/এমএইচ

শেয়ার