অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা প্রায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে মন্তব্য করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, গত পাঁচ বছরে প্রায় সব ক্ষেত্রেই আমাদের উন্নয়ন পরিকল্পনা খুব বাজেভাবে ব্যর্থ হয়েছে।
পাঁচ বছরে যা ঘটেছে তার অনেক কিছুই অপ্রত্যাশিত ছিল। এই পরিস্থিতি বাজেতমের মধ্যে বাজেতম বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির অষ্টম সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার শুরু হওয়া ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রায় ৭ হাজার নেতাকর্মী অংশ নেন। দলটির মুখপত্র রোডং সিনমান পত্রিকায় প্রকাশিত ছবিতে কারো মুখেই মাস্ক দেখা যায়নি।
প্রথম দিনের বক্তব্যে কিম আমেরিকা বা দক্ষিণ কোরিয়াকে নিয়ে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি।
উদ্বোধনী বক্তব্যে কিম বলেন, গভীর মনোযোগ দিয়ে আমাদের অভিজ্ঞতা, শিক্ষা ও ভুলগুলো খতিয়ে দেখতে চাই।
আল জাজিরার দক্ষিণ আফ্রিকার সংবাদদাতা রব ম্যাকব্রাইড বলেন, ‘কিমের এই ব্যর্থতা স্বীকার অবিশ্বাস্য ঘটনা। এতেই বোঝা যায়, দেশটি সত্যিই কতটা অর্থনৈতিক বিপর্যয়ে।’
করোনাভাইরাস মহামারির কারণে চাপের মুখে আছে উত্তর কোরিয়া। চীনের সঙ্গে দেশটির বাণিজ্যিক লেনদেনও কমেছে। গ্রীষ্মের বন্যায়ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর কোরিয়ার বিভিন্ন অঞ্চল।
এখন পর্যন্ত দেশটিতে কারও করোনা শনাক্ত হয়নি বলেও দাবি করে দেশটি।
বাণিজ্য প্রতিদিন/এম জি