Top

জাতীয় ইয়োগা পদক পেলেন কুমিল্লার দুই জন

৩১ মার্চ, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ
জাতীয় ইয়োগা পদক পেলেন কুমিল্লার দুই জন
কুমিল্লা প্রতিনিধি :
বঙ্গবন্ধু কাপ জাতীয় ইয়োগা প্রতিযোগিতায় তাম্র পদেক অর্জন করেছেন কুমিল্লা দুই তরুন তরুণী।
 বৃহস্পতিবার ( ৩১ মার্চ) কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন এ তথ্য জানান।
নাজমুল আহসান ফারুক রুমেন বলেন, গত ২৮ ও ২৯ মার্চ ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে বঙ্গবন্ধু কাপ জাতীয় ইয়োগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইভেন্টে সারাদেশের ২২ জেলার ১২০ প্রতিযোগির অংশগ্রহণ করে। কুমিল্লার তিনজন প্রতিযোগীর মধ্যে দুইজন তাম্র পদেক অর্জন করে। তারা হলো  কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের সদস্য সোহাগী আক্তার ও মো. সিয়াম।
শেয়ার