কুইবেকের প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস লিগাল্ট বুধবার কানাডায় এই প্রথম মহামারি সংক্রান্ত কারফিউ জারির নির্দেশ দিয়েছেন। কোভিড-১৯ রোগ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের লাগাম টেনে ধরতে নতুন লকডাউন পদক্ষেপের অংশ হিসেবে তিনি এমন আদেশ দেন। খবর এএফপি’র।
এক সংবাদ সম্মেলনে লিগাল্ট বলেন, কুইবেক প্রদেশে শনিবার থেকে নতুন এ লকডাউন এবং রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ বলবৎ করা হবে।
তিনি বলেন, ‘আমরা এসব পদক্ষেপ কার্যকর করতে পুলিশকে বলে দিয়েছি।’
তিনি আরো বলেন, যারা এ আইন ভঙ্গ করবে তাদের সর্বোচ্চ ৬ হাজার কানাডীয় ডলার (৭শ’ মার্কিন ডলার) জরিমানার মুখে পড়তে হবে।
ঐতিহাসিকদের মতে, একশ’ বছর আগে ছড়িয়ে পড়া স্প্যানিশ ফ্লু’র পর থেকে কানাডায় আর এ ধরনের কারফিউ জারির নির্দেশ দেয়া হয়নি।
কুইবেকে বুধবার নতুন করে ২ হাজার ৬৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৪৭ জনের মৃত্যু ঘটেছে। এদিন, দেশব্যাপী ৭ হাজার ৫২৪ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬ লাখ ২৪ হাজারে এবং মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজারে দাঁড়ালো।
বাণিজ্য প্রতিদিন/এম জি