Top
সর্বশেষ

আবারো ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করল সিরিয়া

০৭ জানুয়ারি, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ
আবারো ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করল সিরিয়া

ইসরাইলের চালানো ক্ষেপণাস্ত্র আগ্রাসন আবারো প্রতিহত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

অধিকৃত গোলান মালভূমির ওপর দিয়ে রাজধানী দামেস্কের দিকে উড়ে আসে ইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলো তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা করে ব্যবহার করে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়।

স্থানীয় সময় গতরাত ১১টা ১০ মিনিটের দিকে ইসরাইল এই আগ্রাসন চালায়।

এর আগে বুধবারও ইসরাইল সিরিয়ার উপর আগ্রাসন চালায় এবং সে আগ্রাসনও প্রতিহত করে সিরিয়ার সামরিক বাহিনী। বুধবারের হামলায় সিরিয়ার একজন সেনা নিহত এবং তিনজন আহত হয়েছিলেন।

ইসরাইল প্রায় মাঝেমাঝেই সিরিয়ার অভ্যন্তরে বিশেষ করে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার অবস্থানে হামলা চালিয়ে আসছে। সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর সহযোগী শক্তি হিসেবে হিজবুল্লাহ যোদ্ধারা লড়াই করছে। উগ্র সন্ত্রাসীদের পতন মেনে নিতে পারছে না ইসরাইল।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার