Top

সৈয়দপুরের দুই কলেজের স্বপ্ন পূরন

০৯ এপ্রিল, ২০২২ ১:৩০ অপরাহ্ণ
সৈয়দপুরের দুই কলেজের স্বপ্ন পূরন
নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুরের দুই কলেজের স্বপ্ন পূরন হয়েছে। এই দুই কলেজ থেকে ৫৯ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের ৩৯ জন ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২০ জন। রেকর্ড পরিমাণ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তির স্বপ্ন পূরণ হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দিত ও উল্লাশ।

গত মঈলবার স্ব্যাস্থ্য মন্ত্রাণালয় থেকে প্রকাশিত ভর্তি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এ বছর সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজ থেকে ২৬৮ জন শিক্ষার্থী এইচ এসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৪৯ জন জিপিএ-৫ পায়। আর ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে দেশের বিভিন্ন ও মেডিকেল কলেজে ভর্তীর সুযোগ পেয়েছেন ৩৯ জন।

অন্যদিকে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৪৬২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পায় ৩৭২ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪৭জনের মধ্যে জিপিএ- ৫ পায় ৩১৪ জন। আর মেডিকেল ভর্তির সুয়োগ পান ২০ জন।

শেয়ার