Top

দ্রব্যমূল আর টিপ কাণ্ড নিয়ে বিষবাষ্প ছড়ালেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার

১০ এপ্রিল, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ
দ্রব্যমূল আর টিপ কাণ্ড নিয়ে বিষবাষ্প ছড়ালেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার
নীলফামারী প্রতিনিধি :

দ্রব্যমূল আর টিপ কাণ্ড নিয়ে বিষবাষ্প ছড়ালেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। রবিবার জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলায় চুরি বৃদ্ধির প্রসঙ্গ উঠলে তিনি বলেন,‘দেশের মানুষের মানষিকতা কোথায় গিয়ে পৌঁছেছে, আজ তারা কপালের টিপ নিয়ে হৈ-চৈ করেন। আর চুরি তো বাড়তেই পারে। দিন দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারণে টিউবয়েলের হেড চুরি হতেই পারে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসলে চুরি তো আরও বাড়তে পারে।’

সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসককের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কান্তিভুষণ কুন্ডু চুরি বৃদ্ধির প্রসঙ্গটি উত্থাপন করে বলেন,‘শহরের বিভিন্ন বাসা বাড়ীতে টিউবয়েলের হেড (হাতল সহ মাথা) চুরি হচ্ছে। মাদকাসক্তদের সংখ্যা দিন দিন বাড়ছে। থানায় অভিযোগ দিতে গেলে ওসি মামলা নেন না। মাদকাসক্তরা ওই সকল চুরির সাথে জড়িত।’ এর জবাবে সভায় উপস্থিত পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম উল্লেখিত মন্তব্যটি ছুড়ে দিলে প্রতিবাদের
ঝড় উঠে।

সভায় এমন কথার তাৎক্ষণিক প্রতিবাদ করে উপস্থিত বীরমুক্তিযোদ্ধাসহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র মো. শাহিন হোসেন। ধীরে ধীরে সভায় উপস্থিত অন্যান্য সদস্যরাও প্রতিবাদী হয়ে উঠেন। তারা ওই পুলিশ কর্মকর্তাকে উদ্যেশ্য করে বলেন, ‘আপনি সরকারের পুলিশ বাহিনীর একজন দায়িত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে এমন ব্যাখ্যা দিতে পারেন না। যা বললেন তা সঠিক না। আমরা আপনার এমন ব্যাখ্যা মেনে নিতে পারি না।’ এক পর্যায়ে তিনি তার ওই বক্তব্যের জন্য ক্ষমা চান।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াছ হোসেন বাবলু, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সাবেক যুগ্মসচিব বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, রেলওয়ে পুলিশের সার্কেল কর্মকর্তা ফিরোজ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী, নীলফামারী প্রেস ক্লাবে সভাপতি তাহমিন হক প্রমুখ।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, ‘একজন দ্বায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি এ ধরণের বক্তব্য দিতে পারেন না। দ্রব্য মূল্য বৃদ্ধির বিষয়ে উনি বলতে পারেন না, মাদকের সঙ্গে দ্রব্য মূল্য বৃদ্ধির সম্পর্ক নেই। নিজের দায় এড়াতে সরকারের ঘারে দোষ চাপাচ্ছেন ওই পুলিশ কর্মকর্তা। আর টিপ নিয়ে সভায় কোনো সদস্যই কোনো কথা বলেননি। ওই কর্মকর্তাকে নিয়ে আমাদের সন্দেহ যে তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছেন, না কি অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন।’

অভিযোগের সত্যতা অস্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ও রকম কোনো কথা হয় নাই, মানুষের নৈতিকতার স্খলনের কথা হয়েছে। দ্রব্য মূল্যের বিষয়ে কোনো কথা বলিনি। আমি বলেছি রডের দাম
বৃদ্ধির কথা। রডের দাম বৃদ্ধির কারণে টিউবয়েলের হেড চুরি যাওয়ার কথা বলেছি।’

পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ‘আমি ওই সভায় উপস্থিত ছিলাম না। এ কারণে এই মুহুর্তে না জেনে কিছু বলতে পারবো না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, ‘সব জিনিস পত্রের দাম
বেশি এটা ঠিক না, বিতর্ক সৃষ্টি করে এমন কোনো কথা সরকারি পর্যায়ে থেকে অফিসিয়ালী না বলাই ভালো। যদিও পরে উনি তার ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।’

উল্লেখ্য, গত ২ এপ্রিল টিপ পরা নিয়ে রাজধানীর তেজগাঁও কলেজ শিক্ষিকা ড. লতা সমাদ্দারকে হেনস্তার ঘটনা ঘটান পুলিশ কনস্টেবল নাজমুল তারেক। এঘটনায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠে। বিভিন্ন মহল থেকে ওই পুলিশ
সদস্যের বিচার দাবি জানানো হয়।

শেয়ার