গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরের পুকুর থেকে নিখোজের ২২ ঘন্টা পর সুলতান (১৫)’র মরাদেহ উদ্ধার করেছে স্বজনরা। ওই কিশোর সোমবার (১১ এপ্রিল) দুপুরের খাবার খেয়ে খেলতে গিয়ে নিখোজ হয়।
মঙ্গলবার (১২ এপ্রিল)সকালে স্থানীয়রা বন বিভাগের পুকুরে মরাদেহ ভাসতে দেখে। নিহত সুলতান ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বালিপাড়া এলাকার মো: রমজানের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই কিশোরের পিতা শ্রীপুর রাজাবাড়ী আঞ্চলিক সড়কের পাশে রেলওয়ের জায়গায় ঘরে স্বপরিবারে বাস করে চটপটির ব্যবসার করেন। নিহত সুলতান অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিল। নিহতের বাবা জানান, সোমবার দুপুরের খাবার খেয়ে অন্য শিশুদের সাথে খেলতে যায় সে। সন্ধায় বাড়ী ফিরে আসেনি। রাতে সুলতানের সন্ধান করতে শ্রীপুরের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। রাতবর খোজা খুজি করে তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় মোস্তফা কামাল বন বিভাগের পুকুরে সুলতানের মহা দেহ ভাসতে দেখেন। খবর পেয়ে স্বজরা তার মরা দেহ উদ্ধার করে।
নিহতের পিতা আরো জানান, শ্রীপুর থানা পুলিশকে অবহিত করে লাশ দাফনের ব্যবসা করবেন। কিভাবে ওই কিশোর পানিতে পড়ে মারা গেছে তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।
শ্রীপুর থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপ পরিদর্শক (এস.আই) নাজমুল হক জানান, মরদেহ উদ্ধারের বিষয়ে কেউ এখনও খবর দেয়নি। খবর পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।