Top

ঠাকুরগাঁওয়ে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা

১২ এপ্রিল, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়। ১২ এপ্রিল মঙ্গলবার বিকেলে আদালত চত্বরে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনার নির্দেশনা প্রদান করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশনায় ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের পরিচালনায় প্রথম দিনে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন স্যানেটারি ইন্সপেক্টর আখতার ফারুক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ, সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) জিয়ারুল ইসলামসহ আদালতের অন্যান্য কর্মকর্তাগণ।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার জানান, আইন ও বিচার বিভাগের ১৯০-আইন/২০১৫ প্রজ্ঞাপনমূল্যে “নিরাপদ খাদ্য আইন, ২০১৩” (২০১৩ সনের ৪৩ নং আইন) এর উদ্দেশ্য পূরণকল্পে সরকার প্রতিটি জেলায় ১নং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত) কে বিশুদ্ধ খাদ্য আদালত হিসেবে নির্ধারণ করে। তারই প্রেক্ষিতে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এখতিয়ার সম্পন্ন এলাকায় ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াজাতকরণ, মজুদ, সরবরাহ, বিপণন, বিক্রয় রোধকরণ, ফরমালিন অপব্যবহার রোধ এবং সরকার কর্তৃক নির্ধারিত সঠিক ওজন নিশ্চিত করাসহ আইন দ্বারা নির্ধারিত অন্যান্য অপরাধসমূহ আমলে আনতে নিরাপদ খাদ্য আইনের বাস্তবায়ন করা হবে। এ আইনের ৬৫(১) ও ৬৫(২) ধারা অনুযায়ী প্রয়োজনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হবে বলে জানান তিনি।

শেয়ার