Top
সর্বশেষ
অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’

অতিরিক্ত মদপানে সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতাসহ ৩ যুবকের মৃত্যু

০৯ জানুয়ারি, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
অতিরিক্ত মদপানে সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতাসহ ৩ যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অতিরিক্ত মদ পান করে এক ছাত্রলীগ নেতা ও তার ব্যক্তিগত গাড়িচালকসহ তিন যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তাদের সাথে মদপান করে অসুস্থ আরও দুই যুবককে আশংকাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মৃতরা হলেন- উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (৩২), মেঘনা কাদিরগঞ্জ এলাকার মো. মোক্তার মিয়ার ছেলে মোহসিন (২৩), জৈনপুর এলাকার সিদ্দিকের ছেলে তোফাজ্জল হোসেন (৪০)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বাবু নিজ এলাকায় মেঘনা হোলসিম সিমেন্ট কারখানার সামনে তার ব্যক্তিগত অফিসে ছয় সাতজন যুবককে নিয়ে এক সাথে মদ পান করেন। অতিরিক্ত মদ পানের পর তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় মধ্য রাতে ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান বাবুসহ অসুস্থ অন্যান্যদের রাজধানীর কয়েকটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল ও মহসিনের মৃত্যু হয়।

শনিবার দুপুরে মারা যান উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বাবু। একই গ্রামের কামাল মিয়ার ছেলে জিসান (২৫) মালিবাগের একটি ক্লিনিকে লাইফ সাপোর্টে রয়েছেন বলে পরিবারের স্বজনরা নিশ্চিত করেছেন।

এদিকে, তিনজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান বাবুসহ তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ইতোমধ্যে পারিবারিকভাবে মৃত দুইজনের লাশ দাফন করা হয়েছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।

এএমএইচ

শেয়ার