Top

কুমিল্লায় দুইদিন পর শিশুর লাশ উদ্ধার:  বাবা পলাতক

১৮ এপ্রিল, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ণ
কুমিল্লায় দুইদিন পর শিশুর লাশ উদ্ধার:  বাবা পলাতক
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় নিখোঁজের দুই দিন পর ধান খেত থেকে আরাফাত হোসেন বাপ্পি (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে শিশুর সৎ বাবা রুবেল সেলিম পলাতক রয়েছে।
সোমবার ( ১৮ এপ্রিল) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী।
নিহত শিশু বাপ্পির নানা মো. জালাল উদ্দিন জানান, বাপ্পি আমার মেয়ের প্রথম সংসারের ছেলে। পরে ধনাজোড় গ্রামের রুবেল সেলিমের সাথে মেয়ের দ্বিতীয় বিয়ে হয়। গত সপ্তাহে তাদের নতুন সংসারে একটি সন্তান হয়।
তিনি আরও জানান, শুক্রবার সকালে  সাইকেল চালানোর কথা বলে বাপ্পিকে নানার বাড়ি ভাটপাড়া তারাপুর গ্রাম থেকে নিয়ে যায়। তারপর থাকে হত্যা করে ধান খেতে লুকিয়ে রাখে। তার সৎ বাবা।
নিহত বাপ্পির মামা আল আমিন জানান, নিখোঁজ পর থেকে বাপ্পির হত্যাকারী সৎ বাবা রুবেল সেলিম আমাদের সাথেই ছিল। শনিবার সকালে থানায় নিখোঁজ জিডি করি। বাড়ির পাশে সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমাদের রুবেল সেলিমকে সন্দেহ হয়। পরবর্তী তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাপ্পির সন্ধান দেয়। আমরা তার তথ্যমতে স্থানে গিয়ে দেখি, আমার ভাগিনার চোখ তুলে ফেলে, ঘাড় ভেঙ্গে ফেলেছে। তখন সেলিম রুবেল পালিয়ে যায়।
সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অভিযুক্ত রুবেল সেলিমকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
শেয়ার