Top

বরিশালের বাকেরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

২০ এপ্রিল, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ণ
বরিশালের বাকেরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
বরিশাল প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এঘটনায় আরও ২ জন আহত হয়েছে। নিহত রনি মোল্লা (৩১) বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের সানাপুরা গ্রামের ইয়াসিন মোল্লার মেজ ছেলে ছিলেন। আহতরা হলেন তরিকুল ইসলাম তৌফিক (৩৫) ও শহিদুল ইসলাম সাহান (৩২)।

বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাতে আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুর ইউনিয়নের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনায় দায়িদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে বাকেরগঞ্জ থানা পুলিশ। আহতরা শের ই বাংলা মেডিকেল চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, মাদক ব্যাবসায় বাধা দেয়ায় মামুন মেম্বার ও তার ভাই সুমন ও কাওছার মৃধার নেতৃত্বে ১৫/২০ জন মিলে রাতে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়ি এলাপাথারি কুপিয়ে আহত করে। হামলাকারিরা দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসায় জড়িত বলে জানান আহতরা।

বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানায়, তারা খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্পীড বোড যোগে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রনি মোল্লার মৃত্যু হয়। এ ঘটনায় দায়িদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এছাড়াও এঘটনায় হত্যা মামলা দায়রের প্রস্তুতি চলছে বলে জানায় তিনি।

শেয়ার