Top

বরিশালে ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা

২১ এপ্রিল, ২০২২ ৬:৪৫ অপরাহ্ণ
বরিশালে ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশাল প্রতিনিধি :

নকল জুতা বিক্রয় করা, মুরগি, গরুর মাংস ও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রি করার অপরাধে বরিশাল নগরীর বিভিন্ন স্থানের ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত বরিশাল নগরীর চৌমাথা বাজার, নথুল্লাবাদ মাদ্রাসা বাজার এবং হাসপাতাল রোড এলাকায়সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, হাসপাতাল রোড এলাকার জুতার দোকানে Hush Puppies ও addidas সহ বিভিন্ন বিদেশি ব্রান্ডের নকল জুতা বিক্রয় করা, মুরগি, গরুর মাংস ও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রি করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ছাড়াও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং ক্যাব সদস্য জনাব জাহাঙ্গীর মোল্লা সহযোগিতা করেন।

অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে জনস্বার্থ রক্ষায় রমজান মাস জুড়ে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

শেয়ার