Top

নীলফামারীতে দেশি মুরগির দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগি

২৭ এপ্রিল, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ
নীলফামারীতে দেশি মুরগির দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগি
নীলফামারী প্রতিনিধি :

নীলফামারী সহ পাঁচ উপজেলা ডোমার, ডিমলা, জলডাকা, কিশোরীগঞ্জ, ও সৈয়দপুরে পাকিস্তানি সোনালী জাতের মুরগিকে দেশি হিসাবে বিক্রির অভিযোগ উঠেছে।

তারা জানান, দেখতে দেশি মুরগির মতো,অথচ তা পাকিস্তানি সোনালী জাতের। বাজার মনিটারিংযের অভাবেই অসাধু ব্যবসাযীরা এ ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছেন ক্রেতাদের কাছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ নীলফামারী দপ্তরের উপসহকারী পরিচালক সামসুল আলম বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমার অফিসে জনবল সংকট একাই নিয়মিত বাজার মনিটরিং করা সম্ভব না। তবে প্রতারণার মাধ্যমে পাকিস্তানি সোনালী জাতের মুরগিকে দেশি বলে যারা বিক্রি করচ্ছেন, তঁদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ধরা পেলে ব্যবস্থা নিব। বাজারে দেশি, পাকিস্তানি, ও ফার্ম এ তিন ধরনের মুরগি রয়েছে। ফার্মের মুরগি সাধারনত সাদা এটি ক্রেতারা সহজে চিনতে বুজতে পারেন। কিন্তু বিপরীত দেশি মুরগি কেনার সময়। সোনালী রংঙ্গের পাকিস্তানি মুরগি দেখতে দেশি মুরগির মতো। এ সুযোগে ব্যবসায়িরা পাকিস্তানি মুরগিকে দেশি বলে ক্রেতাদের কাছে বেশী দামে বিক্রি করছেন। অথচ দুই মুরগির দামের মধ্যে রয়েছে অনেক ব্যবধান। পকিস্তানি সোনালি মুরগি বর্তমান প্রতি কেজি ২৮০ থেকে ২৯০, দেশী মুরগী ৪৭০ থেকে ৪৮০, বয়লার মুরগী ১৭০ থেকে ১৯০ টাকা দামে বিক্রি হচ্ছে। ক্রেতাদের তারা দেশী মুরগীর দামে সোনালী দিয়ে প্রতারনা করছেন। পরে ব্যবসায়িকে দায়ি করলে ক্রেতাদেরকে উল্ট ধাতানি দিয়ে দোকান থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠছে।

শেয়ার