Top

বরিশালের মুলাদীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

২৭ এপ্রিল, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ
বরিশালের মুলাদীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বরিশাল প্রতিনিধি :

বরিশালের মুলাদীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শনকারী মুলাদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ জানান, দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে সুমন খানের ৬ মাসের ছেলে আরিয়ান খান এবং তার ভাই আব্দুল জব্বার খানের আড়াই বছরের মেয়ে সারিকা আক্তার বাসার পাশে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায়। স্বজনরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাচ্ছিল না।

পরে বেলা ২টার দিকে তাদের দেহ পানিতে ভেসে উঠলে স্বজনেরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সৌমির জানান, শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই বাড়িতে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বাইছে।

শেয়ার