Top

রমজানের শেষ জুমায় বরিশালের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল

২৯ এপ্রিল, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
রমজানের শেষ জুমায় বরিশালের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল
বরিশাল প্রতিনিধি :

রমজানের শেষ জুমায় যেন তিল ধারণের ঠাঁই ছিল না বরিশালের মসজিদগুলোতে। প্রখর রোদ উপেক্ষা করেই শেষ জুমায় মসজিদে মসজিদে ঢল নেমেছিল মুসল্লিদের।

শুক্রবার (২৯ এপ্রিল) বরিশালের প্রায় সব মসজিদে অন্য সময়ের চেয়ে বেশি মুসল্লিদের উপস্থিতি দেখা গেছে। অধিকাংশ মসজিদেই ভেতরে মুসল্লিদের জায়গায় সংকুলান না হওয়ায় বাইরে নামাজ পড়তে দেখা গেছে।

রাস্তার পাশের মসজিদগুলোতে জায়গা না হওয়ায় মূল সড়কেও গেছে নামাজের কাতার, তীব্র রোদের মধ্যেই নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।

বরিশাল নগরীর আলেকান্দা ইউসুফ উদ্দিন কেন্দ্রীয় জামে মসজিদ দেখা গেছে, বেলা ১২টা থেকে মুসল্লিরা মসজিদে যাওয়া শুরু করেন। বেলা সাড়ে ১২টার মধ্যেই ভরে যায় পুরো মসজিদ। বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ এসেছিলেন এ মসজিদে। মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় অনেককে বাইরেও নামাজ আদায় করতে দেখা গেছে। ইউসুফ উদ্দিন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমীন খুতবায় রমজানের আমলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এদিকে বরিশালের সড়ক ও জনপথ বিভাগের মসজিদ, সাগরদী মাদ্রাসা মসজিদ, স্টীমার ঘাট মসজিদ, বাংলাবাজার মোড়ের মসজিদ সহ নগরীর বিভিন্ন এলাকাতেও দেখা গেছে মুসল্লিদের উপচেপড়া ভিড়। তীব্র রোদের মধ্যে অনেকেই রাস্তায় নামাজ আদায় করেছেন। বেশির ভাগ মসজিদে জুমার বয়ানে রমজানের ইবাদত, যাকাত নিয়ে আলোচনা করেন ইমাম-খতিবরা।

 

শেয়ার