Top

ডিমলায় তিস্তা নদীতে বালু উত্তোলন,ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

১০ মে, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ
ডিমলায় তিস্তা নদীতে বালু উত্তোলন,ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধ ভাবে ভারী মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী আশিকুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চর-খড়িবাড়ি আনন্দবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদীন। ডিমলা থানার পরিদর্শক লাইছুর রহমান জানান, টেপাখড়িবাড়ি ইউনিয়নের চর-খড়িবাড়ি আনন্দবাজার এলাকায় অবৈধ ভাবে ভারী মেশিন দিয়ে তিস্তা নদী থেকে বালু উত্তোলন করছিলন আশিকুর রহমান নামের ওই বালু ব্যবসায়ী।

এমন অভিযোগ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদীন ওই লাকায় ভ্রাম্যান আদালত পরিচালন করে অভিযোগের সত্যতা পাওয়ায় বালু ব্যবসায়ী আশিকুর রহমানকে আটক করে পুলিশ। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন আদালতের বিচারক। তাৎক্ষনিক জরিমানার অর্থ পরিশোধ করে রেহায় পান আশিকুর রহমান।

শেয়ার