Top

ভোজ্যতেল মজুতকারীদের বিরুদ্ধে নরসিংদী জেলা প্রশসনের অভিযান

১২ মে, ২০২২ ১০:০০ অপরাহ্ণ
ভোজ্যতেল মজুতকারীদের বিরুদ্ধে নরসিংদী জেলা প্রশসনের অভিযান
নরসিংদী প্রতিনিধি :

ভোজ্যতেল মজুতকারীদের বিরুদ্ধে ভাম্যমান আদালত পরিচালনা করেছে নরসিংদী জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনা মোতবেক বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট নিয়ন্ত্রণে আজ বিকেলে নরসিংদী সদর উপজেলাধীন পাঁচদোনা ও মাধবদী বাজার এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। এসময় অবৈভাবে মজুদকৃত ১১৮ লিটার সয়াবিন তেল জব্দ করে। যা অনেক আগে কম দামে কিনা ছিল।

এসময় অবৈধ মজুদের অপরাধে একতা স্টরের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে ৫০ হাজার অর্থদণ্ড দেয়া হয়। বাজার মনিটরিং এবং বাজারে তেলের কৃত্রিম সংকট নিয়ন্ত্রণের অংশ হিসেবে জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় নরসিংদী জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুস সালাম এবং জেলা কৃষি বিপনন কর্মকর্তা নাজমুল হক-সহ জেলা পুলিশের একটি টিম সাথে ছিলেন। জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

শেয়ার