Top

ডিমলায় ভারতীয় ৮টি গরু আটক

১৪ মে, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ
ডিমলায় ভারতীয় ৮টি গরু আটক
নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধ পথে আসা ভারতীয় আটটি গরু আটক করেছে পুলিশ। শনিবার(১৪ মে) ভোরে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই কলোনী এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।
ডিমলা থানার পরিদর্শক লাইছুর রহমান জানান, ভারত থেকে সীমান্ত অতিক্রম করে চোর পথে ওই আটটি গরু ডিমলা উপজেলায় নিয়ে আসছিল চোরকারবারীরা। এমন গোপন খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ্ এর নেতৃতে উপজেলার পূর্ব ছাতনাই কলোনী বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।

এসময় ভারতীয় আটটি গরু আটক করা হলেও চোরাকারবারীরা পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পালিয়ে যায়। আটকৃকত আটটি গরু থানা হেফাজতে রাখা হয়েছে।

শেয়ার