Top

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লায় যুবলীগের দোয়া

১৬ মে, ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লায় যুবলীগের দোয়া
কুমিল্লা প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ দোয়া ও মিলাদের আয়োজন করে। সোমবার( ১৬ মে) নগরীর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের জন্য দোয়া করা হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিল কুমিল্লা সরকারি কলেজের সাবেক জিএস, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খান পিন্টু, বুড়িচং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফ ইসলাম সুমন, যুবলীগ নেতা ইমতিয়াজ হাবিব সিনহা, শওকত আকবর জুয়েল, মোঃ নাজমূল হোসেন, আহমেদ সেলিম, ফিরোজ রহমান রাসেল, নাজির আহমেদ, ওয়াবেদ খান আবির, মো মুরাদ হোসেন, সাঈদ খোকন ও মমিন হোসেন প্রমুখ।

দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খান পিন্টু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রতিকূলতাকে অতিক্রম করে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মাটিতে প্রবেশ করেন। তার আগমনের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য ও অবস্থার পরিবর্তন হয়। মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়ার আয়োজন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শেয়ার