Top
সর্বশেষ

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাত : প্রতারক গ্ৰেপ্তার

২২ মে, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ
সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাত : প্রতারক গ্ৰেপ্তার
বরিশাল প্রতিনিধি :

বরিশালের গৌরনদীতে সেনাবাহিনী পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে রাকিব বেপারী নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারক রাকিব বেপারী গৌরনদী উপজেলার টরকীর চর গ্ৰামের মৃত করিম বেপারীর ছেলে।

রোববার (২২ মে) দুপুর ২ টায় বরিশাল জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেইন।

তিনি বলেন, মাদারিপুর জেলার কালকিনি থানার চরফাতেবাহাদুরপর গ্ৰামের আবুল কালামের ছেলে মাহমুদ হোসাইনের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক রাকিব বেপারীকে গ্ৰেফতার করে গৌরনদী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন ব্যক্তির থেকে টাকা নেওয়া দৃশ্যর ভিডিও সংগ্রহ করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ থানার বিপন নগর ইউনিয়নের ছোট ঘিঘাটি গ্ৰামের শাহজাহান বিশ্বাসের ছেলে মোঃ কবির হোসেন (৩২) ও গৌরনদী উপজেলার টরকীর চর গ্ৰামের মৃত করিম বেপারীর ছেলে রাকিব বেপারী (৪৫) নিজেদেরকে শ্বশুর-জামাই ও দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন পদে ভুয়া নিয়োগপত্র প্রদান করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে।

এর মধ্যে মাদারিপুর জেলার কালকিনি থানার চরফাতেবাহাদুরপর গ্ৰামের আবুল কালামের ছেলে মাহমুদ হোসাইন(২১) গৌরনদী উপজেলার টরকীর চর গ্ৰামের শাহাবুদ্দিন মোল্লার ছেলে ওসমান মোল্লা (২২), গৌরনদী উপজেলার উত্তর রমজানপুর গ্ৰামের দলিল উদ্দিন হাওলাদার এর ছেলে সজীব (২৩) ও একই এলাকার আলাউদ্দিন মোল্লার ছেলে মিজান মোল্লাসহ (২৫) একাধীক ব্যক্তির কাছ থেকে ২৪ লাখ টাকা আত্মসাৎ করে।

এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেইন।

শেয়ার