Top

দাউদকান্দিতে সপ্তাহ ব্যাপী ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

২৫ মে, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ
দাউদকান্দিতে সপ্তাহ ব্যাপী ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :

মরহুম মোহাম্মদ আবদুছ ছাত্তার ভূঁইয়া দরিদ্র কল্যাণ ফান্ড-এর অর্থায়নে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গেীরীপুর সিটি হসপিটালে সপ্তাহ ব্যাপী ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এউপলক্ষে বুধবার সকালে সিটি হসপিটাল হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিটি হসপিটালের স্বত্বাধিকারী মো. ওমর ফারুক পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওর্নাস এসোসিয়েশনের সভাপতি ভিপি হাজ্বী আব্দুস সাত্তার, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি মো. আলী আশরাফ খাঁন,দাউদকান্দি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওর্নাস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম ।

উল্লেখ্য, মরহুম মোহাম্মদ আবদুছ ছাত্তার ভূঁইয়া স্মৃতি স্মরণে, প্রতি বছরের মতো এবছরেও,( ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত) সপ্তাহব্যাপী ঔষধসহ ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২ টা পর্যন্ত শিশু, মেডিসিন ও গাইনী বিভাগের চিকিৎসকরা এসেবা দিয়ে থাকবেন।

শেয়ার