সিলেটের জালালাবাদে এক বৃদ্ধ রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে জালালাবাদ থানাপুলিশ।
আত্মহত্যাকারী বৃদ্ধের নাম আব্দুর রশিদ (৬০)। তিনি জালালাবাদ থানার লামা আকিলপুর গ্রামের মৃত মো. আব্দুল হাসিমের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বৃহস্পতিবার সকালে আব্দুর রশিদের দেহ তার বসতঘরের ২য় তলায় উঠার সিঁড়ির চালাঘারের তীরের সঙ্গে ঝুলতে দেখে ৯৯৯-এর মাধ্যমে পুলিশে খবর দেয়। পরে বেলা ১১টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উদ্ধারের পর ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আব্দুর রশিদ অনেক দিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন।