Top

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

২৭ মে, ২০২২ ১০:২২ পূর্বাহ্ণ
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 
বরিশাল প্রতিনিধি :
বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোস্টের সাথে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলে এক জন নিহত হয়। সাথে থাকা মটরসাইকেলের অপর আরোহীকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে কিছুক্ষণ পর সেও মারা যায়।
বৃহস্পতিবার (২৬ মে) রাত সোয়া ১১টায় নগরীর আমতলার মোড় রেনেটা অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত লোকমান হোসেন।
নিহত যুবকের নাম সুদীপ্ত সাহা (২৪)। সে নগরীর বাজাররোড হাটখোলা কাঠের পুল এলাকার উত্তম সাহার ছেলে। নিহত অপর যুবক একই এলাকার দিলীপ সাহার ছেলে অন্তু সাহা (২৫)।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই রিয়াজ উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, শেবাচিম হাসপাতালের সামনে থেকে একটি এ্যাপাছি ফোর ভি  মোটরসাইকেলে দুজন আমতলার মোড়ের দিকে যাওয়ার পথে রেনেটা অফিসের সামনে রাস্তায় থাকা লাইট পোস্টে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। মটরসাইকেলে থাকা অপর আরোহীকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরে সেও মারা যায়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত লোকমান হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
শেয়ার