Top

ববি শিক্ষার্থীকে মারধর ঘটনায় সড়ক অবরোধ

২৮ মে, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
ববি শিক্ষার্থীকে মারধর ঘটনায় সড়ক অবরোধ
বরিশাল জেলা প্রতিনিধি :
বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সদস্য কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় পুলিশ বাস মালিক সমিতির একজনকে আটক করে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম ফয়সাল শাহরিয়ার। তিনি  ববি’র মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
শনিবার (২৮ মে) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের সম্মুখ পটুয়াখালী মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশকিছু সময় রাস্তার একটি অংশ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় বরিশাল কুয়াকাটা সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানাযায়, মারধরের স্বীকার হওয়া শিক্ষার্থী জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে পটুয়াখালী গামি বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বাস স্টপে দাড়িয়ে থাকে। বাস চলে আসলে তিনি উঠার চেষ্টা করেন। তখন বাস মালিক সমিতিরা তাকে জিজ্ঞাসা করে কোথায় যাবে। শিক্ষার্থী উত্তরে বলে যেখানে যাবো সেখানে নামিয়ে দিলেই হবে। এ কথা বলার সাথে সাথে বাস মালিক সমিতির ৭-৮ জন লোক তার ওপর চড়াও হয় এবং মারধর করে।
মারধরের শিকার ফয়সাল শাহরিয়ার অভিযোগ করে বলেন, আমি জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে দাড়িয়ে থাকি। আমি কোথায় যাবো জিজ্ঞাসা করলে বলি যেখানে যাবো সেখানে নামিয়ে দিলেই হবে। সাথে সাথে বাস মালিক সমিতির কালাম নামে একজন সহ সাত-আট জন আমার উপর চড়াও হয় আর অকথ্য ভাষায় গালাগালি করে। আমার জামার কলার ধরে কিলঘুঁষি মারে। আর বলে তোর কোন বাপ আছে ডেকে নিয়ে আই।
এ ব্যপারে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম বলেন, আমি ফয়সালের কাছে বিষয়টা শুনবো। তারপরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে পুলিশ প্রশাসন সহ বাস মালিক সমিতিদের সাথে আলোচনা করা হবে।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত বাস মালিক সমিতির একজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। পরে শিক্ষার্থীদের অনুমতিক্রমে তাকে ছেড়ে দেয়া হয়।
শেয়ার