Top

ধর্ষণ চেষ্টার অভিযোগে গাসিক ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ গ্রেপ্তার

০৩ জুন, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
ধর্ষণ চেষ্টার অভিযোগে গাসিক ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ গ্রেপ্তার
  টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

শুক্রবার বেলা ১১টার দিকে তার নিজ বাস ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, সকালে ধর্ষণ চেষ্টার একটি লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত কাউন্সিলর ফারুককে আটক করা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার