Top
সর্বশেষ

অতিরিক্ত ডিআইজি হলেন হাসিবুল আলম

০৩ জুন, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ
অতিরিক্ত ডিআইজি হলেন হাসিবুল আলম
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম অতিরিক্ত ডিআইজি হিসেবে পদন্নোতি পেয়েছেন। মহামারী করোনা মোকাবেলায় জেলাবাসীকে রক্ষায় সার্বক্ষণিক কাজ করে পরিবারসহ নিজেও আক্রান্ত হয়েছেন।

তিনি দক্ষতার সাথে সিরাজগঞ্জে আড়াই বছরের বেশি সময় ধরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন। তিনি দায়িত্ব পালনকালে জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পদস্থ কর্মকর্তাসহ ১২টি থানার ওসি ও অনান্য কর্মকর্তাদের কঠোর দিক নির্দেশনা দেন।

এ দিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জনস্বার্থে নিরলসভাবে কাজ করছেন। এমনকি জেলার সবকয়টি থানায় জিডি, মামলা তদন্ত ও মামলা দায়েরসহ অনান্য কাজে কোন প্রকার অসৎ পথ অবলম্বন না করার জন্য কঠোর নির্দেশ দেন। এছাড়া সড়ক পথসহ অনান্য পথেও যানবাহনে পুলিশের চাঁদাবাজি বন্ধ করে দেন। এসব কঠোর ভুমিকা পালনের কারণেই তিনি এ জেলায় সাদা মনের পুলিশ সুপার হিসেবে পরিচিতি লাভ করেন। জনমনে এমনও প্রশ্ন উঠেছে জেলায় এই প্রথম একজন সৎ ও দক্ষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ আপোষহীন ও সাদা মনের পুলিশ সুপার হাসিবুল আলম,বিপিএম বৃহস্প্রতিবার সরকারের জন প্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদন্নোতি লাভ করেন। একইসাথে পুলিশ সুপার টুটুল চক্রবর্তীও অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি পেয়েছেন। এরআগে তিনি এ জেলায় ন্যায় নিষ্ঠাবান পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিরাজগঞ্জের কৃতি সন্তান তাসলিমা খাতুন জলি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদন্নোতি পেয়েছেন। জেলাবাসী বর্তমান পুলিশ সুপারসহ তাদের এ কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার