Top

মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী

০৪ জুন, ২০২২ ৭:২২ অপরাহ্ণ
মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী
বরিশাল জেলা প্রতিনিধি :
বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় একটি সুস্থ-সবল, বলিষ্ট জাতিকে দেখতে চেয়েছিলেন। তার জেষ্ঠ্য পুত্র শেখ কামালও খেলাধুলার প্রতি খুব আগ্রহীশীল ছিলেন। সেজন্য তিনি তার জীবনদশায় আবহনী ক্লাব ক্রিড়া চক্রটি গঠন করেন। আসলে একটা জাতির মেরুদন্ড সঠিক থাকে সেই দেশের মানুষের সুস্থ-সবল থাকার ওপরে। একটা সুস্থ জাতি মানে হলো সেই দেশের উন্নয়ন এবং একটা অসুস্থ জাতি হলো মানেই তারা আর উন্নয়ন করতে পারবে না।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাংলাদেশকে সোনার বাংলা গড়ার, যে লক্ষ্যে তিনি সারাটাজীবন কাজ করে গেছেন। আর এখন সেই সপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা রাত-দিন কাজ করে যাচ্ছেন। বিগত ১৩ বছরে তার কারনে আজ আমরা বাংলাদেশ উন্নয়নশীল দেশে পৌছাতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা লক্ষ্য স্থির করেছি ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের ভেতরে সমৃদ্ধ শালীর দেশে পৌছাবে। আর এ লক্ষ্যে পৌছাতে হলে একটা সুস্থ-সবল জাতির প্রয়োজন।

শনিবার (০৪ জুন) দুপুরে বরিশাল নগরীর বান্দরোডস্থ শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট ২০১৮ সালে শুরু করা হয়। দেশের কিশোর-কিশোরীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর জন্যই এ খেলার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ফুটবল খেলার জন্য সবথেকে বেশি শারিরীক যোগ্যতার প্রয়োজন হয়। যারা ফুটবল খেলা পছন্দ করে বা খেলছে তারা অন্যান্য যে কোন খেলোয়ারের থেকে বেশি শারিরীকভাবে উন্নতমানের হয়। আমাদের যুব সমাজের জন্য খেলাধুলাটা অনেক দরকার। ইন্টারনেটের যুগে যুব সমাজসহ সব বয়সী মানুষের ইন্টারনেটের প্রতি ঝোক রয়েছে। কিন্তু বেশি ঝোক থাকে কিশোর-কিশোরীদের, তাই বেশিরভাগ ছেলে-মেয়েরা ক্লাশের বাহিরে সময় পেলেই খেলাধুলা না করে ইন্টারনেটের পেছনে সময় ব্যয় করে। ট্যাব-মোবাইল-ইন্টারনেট সবকিছুরই দরকার রয়েছে। আমরা উন্নয়নশীল দেশে পৌছেছি, আমরা আরও সমদ্ধশালী দেশের কাতারেও পৌছাবো। আমাদের দেশ-বিদেশের সম্পর্কে জানতে হবে। আজকাল লেখাপড়া করতেও ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে। আগে যা আমরা লাইব্রেরিতে গিয়ে জানতাম, তা এখন ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই জানা যাচ্ছে।
এসময় তিনি অভিভাবকদের প্রতি আবহান জানিয়ে বলেন, আপনাদের সন্তানদের পড়াশুনার সাথে সাথে খেলাধুলার প্রতিও আগ্রহী করুন। মনে রাখবেন যারা খেলাধুলা করে তারা মাদক থেকে দূরে থাকে। আজ আমরা সমাজে মাদকের প্রভাব বিস্তার পাচ্ছে, বরিশালও এ থেকে নিস্তার পায়নি।চারদিকে মাদকের ছড়াছড়ি। এজন্য ছেলে-মেয়েরা যত খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকবে, ততোই তারা মাদক থেকে দূরে থাকবে।
বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বিসিবির পরিচালক আলমগীর খান আলো, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।
জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলোয়াড়বৃন্দদের উপস্থিতিতে শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথি। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রধান অতিথি। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরিশালের ৬ টি জেলার সমন্বয়ে ৬টি বালক ও ৬টি বালিকাসহ মোট ১২টি দল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। খেলা ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত এ টুর্নামেন্টের খেলা চলবে। আজ উদ্বোধনী ম্যাচে (বালক) এবং (বালিকা) বরগুনা জেলা ও ঝালকাঠি জেলার খেলা অনুষ্ঠিত হয়।
শেয়ার