Top

নীলফামারীতে বাংলাদেশ পুলিশের প্রযোজনায় ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চায়িত হয়েছে

০৫ জুন, ২০২২ ৮:১০ অপরাহ্ণ
নীলফামারীতে বাংলাদেশ পুলিশের প্রযোজনায় ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চায়িত হয়েছে
নীলফামারী প্রতিনিধি :

১৫ আগস্টের শোকাবহ ঘটনাকে উপজীব্য করে নীলফামারীতে মঞ্চায়িত হয়েছে নাটক ‘অভিশপ্ত আগস্ট’। নীলফামারী জেলা পুলিশের আয়োজনে এবং বাংলাদেশ পুলিশ থিয়েটারের সদস্যবৃন্দের পরিবেশনায় রবিবার (৫জুন) সন্ধ্যায় ৭টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ‘অভিশপ্ত আগস্ট’ নাটকটি মঞ্চায়ন শুরু হয়েছে

১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডের উপর ইতিহাস অবলম্বনে নাটকটি প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ থিয়েটোর।
নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাকান্ডের পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে। বিশেষ করে ১৪ আগস্ট ইতিহাসের খলনায়ক খন্দকার মোশতাকের সঙ্গে ঘাতকচক্রের সদস্য মেজর ফারুকসহ অন্যান্যদের বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র এবং ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যার করণ আলেখ্য তুলে ধরা হয়েছে।

নাটকটি মঞ্চায়নের ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।

নীলফামারী জেলা পুলিশের পরির্দশক (সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত উপমহাপরির্দশক) মোহাম্মদ মোখলেছুর রহমান-বিপিএম,পিপিএম বলেন,‘১৫ আগস্ট বাঙ্গালি জাতির ইতিহাসের এক ভয়াবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে ঘটেছিল পৃথিবীর ইতিহাসের জঘন্যতম নৃশংস হত্যাকাণ্ড। ওই কালরাতে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি এবং হাজার বছরের শ্রেষ্ঠ্য বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। ১৫ আগস্টের শোকাবহ ঘটনাকে উপজীব্য করে বাংলাদেশ পুলিশ নাট্যদল পরিবেশন করেছে ‘অভিশপ্ত আগস্ট’ নাটক। বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের উপমহাপরির্দশক হাবিবুর রহমানের পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনে প্রায় এক ঘন্টা ২০ মিনিট ব্যাপী নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন নারায়নগঞ্জ জেলা পুলিশের পরির্দশক মো.জাহিদুর রহমান। নীলফামারী জেলা পুলিশের আয়োজনে এবং বাংলাদেশ

পুলিশ থিয়েটারের প্রযোজনায় নাটকটির ৩২টি চরিত্রে অভিনয় করবেনবাংলাদেশ পুলিশ থিয়েটারের সদস্যবৃন্দ।

শেয়ার