Top

সিরাজগঞ্জের তাড়াশে কাঁচা মরিচের দামে যেন আগুন

০৫ জুলাই, ২০২০ ১২:৫৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জের তাড়াশে কাঁচা মরিচের দামে যেন আগুন

বন্যার অজুহাত দেখিয়ে সিরাজগঞ্জের তাড়াশে কাচাঁ মরিচের ঝাল বেড়েই চলছে,৩০কেজি টাকা দরের কাচাঁ মরিচ এখন ১৮০ টাকা কেজি দরে বিক্রী হচ্ছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পৌর শহরে বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন খুচরা বাজারে দফায় দফায় কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। অথচ সপ্তাহ খানেক আগে এই কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছে ৩০ টাকা থেকে ৪০ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ১৪০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

তাড়াশ পৌর শহরের কাচাঁ মরিচ ক্রয় করতে আসা ক্রেতা হাফিজুর রহমান বলেন, কাঁচা মরিচ কিনেছি প্রতিকেজি ৩০ টাকা, সেই মরিচ এখন বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৮০ টাকা। এত দাম বাড়ার কারন কি জানতে চাইলে তিনি অধিক মুনাফালোভি ব্যবসায়ীদের কারসাজি হতে পারে বলে অভিযোগ করে বলেন, কাঁচা মরিচের দামে যেন আগুন লেগেছে।

তাড়াশ পৌর শহরের কাচাঁ সবজি বিক্রেতারা বলছেন, বর্ষা মৌসুমের কারণে দেশের বিভিন্ন এলাকায় আগাম বন্যা হওয়ায় কাঁচা মরিচের ক্ষেত তলিয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে।

এখন বিভিন্ন এলাকা থেকে যে পরিমাণ কাঁচা মরিচ বাজারে আসছে তা চাহিদার তুলনায় অনেক কম। চাহিদা ও সরবরাহে ঘাটতির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।

তারা আরও বলেন, পাইকারী বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে। তাই তারাও বেশি দামে বিক্রি করছেন।

তবে ক্রেতারা বলেছেন, মৌসুমের শেষে দাম একটু বাড়তে পারে। তাই বলে মৌসুমের ৩০ টাকার কাঁচা মরিচ এখনই ১৮০ টাকা হবে!

শেয়ার