Top

ভারতে টিকা গ্রহনের পর ওয়ার্ড বয়ের মৃত্যু

১৮ জানুয়ারি, ২০২১ ১২:৪৪ অপরাহ্ণ
ভারতে টিকা গ্রহনের পর ওয়ার্ড বয়ের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলায় করোনাভাইরাসের টিকা গ্রহনের ২৪ ঘণ্টা পর এক হাসপাতালকর্মীর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে মহিপাল সিং (৪৬) নামের ওয়ার্ড বয়ের মৃত্যু হয় বলে জানা গেছে।

মৃত্যু হওয়া মহিপাল একটি সরকারি হাসপাতালে চাকরি করতেন। তার মৃত্যুর সঙ্গে টিকার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন মোরাদাবাদের প্রধান মেডিক্যাল কর্মকর্তা এমসি গার্গ।

তিনি বলেন, ‘শনিবার দুপুরের দিকে মহিপাল টিকা নেন। পরদিন শ্বাসকষ্ট হয় তার। পাশাপাশি ফুসফুসে অতিরিক্ত শ্লেষ্মা জমাট বাঁধে তার।

‘টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় মহিপালের মৃত্যু হয়েছে, এমনটা মনে হচ্ছে না। শনিবার রাতেও হাসপাতালে কাজ করেন মহিপাল।’

মহিপালের ময়নাতদন্তের প্রতিবেদনের বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘কার্ডিও-পালমোনারি রোগের’ কারণে ‘কার্ডিওজেনিক শক’ মহিপালের তাৎক্ষণিক মৃত্যুর কারণ।

মহিপালের ছেলে বিশাল সংবাদমাধ্যমকে বলেন, ‘শনিবার দুপুর দেড়টার দিকে আমার বাবা টিকাদান কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। আমি তাকে বাসায় নিয়ে আসি।

‘সে সময় তার শ্বাসকষ্ট হচ্ছিল। কাশতে থাকেন তিনি। আগে থেকে তার অল্প নিউমোনিয়া ও সর্দি-কাশি ছিল। তবে বাসায় ফেরার পর তার পরিস্থিতি আরও খারাপ হয়।’

ভারতে শনিবার থেকে শুরু হয় বিশ্বের বৃহত্তম করোনার টিকাদান কর্মসূচি।

উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দিন ২২ হাজার ৬৪৩ জনকে টিকা দেয়া হয়েছে। পরবর্তী টিকাদানের তারিখ ২২ জানুয়ারি।

শেয়ার