অবৈধ পথে নিয়ে আসা ১০টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার (১৯জুন) গভীর রাতে যশোরের শার্শা উপজেলার নাভারণ এলাকা থেকে সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১.১৭৯কেজি ওজনের এই ১০ টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১কোটি ১লাখ ৩৯ হাজার টাকা। আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলী মোড়লের ছেলে।
আজ (রবিবার) দুপুরে ৪৯ বিজিবি যশোরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯বিজিবি যশোর জানতে পারে এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে স্বর্ণের বার নিয়ে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পাচারের জন্য সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহী বাসে করে শার্শা উপজেলার নাভারণ মোড়ের দিকে আসছে । এমন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকীর নেতৃত্বে যশোর ৪৯ বিজিবি সদস্যরা রাত সাড়ে ৪টার দিকে নাভারণ বাজারে অবস্থান করে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী সাতক্ষীরা লাইন (ঢাকা মেট্রো -ব- ১৪-৬৪০৯) নামক একটি যাত্রীবাহী থামিয়ে পিছনের সিটে বসে থাকা মনিরুজ্জামান নামের সন্দেহভাজন এক যাত্রীকে তল্লাশি করে। পরে তার সিটের নিচের বস্তায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় থাকা ১০টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে অবৈধ পথে ভারতে পাচারের উদ্দেশ্যে সে যাচ্ছিল।এই স্বর্ণের বিনিময়ে সে ইউএস ডলার নিয়ে ঢাকায় ফেরত যাবার কথা ছিল। উদ্ধারকৃত স্বর্ণের বার ও আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।