কুমিল্লা সিটি করপোরেশনের দুই কাউন্সিলরসহ আটজনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। ২০১৮ সালের কুমিল্লা মুরাদনগরের বিস্ফোরক দ্রব্য মামলার হাজিরা দিতে আসলে ৪০ জনের মধ্যে ৮ জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। সিনিয়র জুডি. ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা মঙ্গলবার এই আদেশ দেন। কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরাম হোসেন, বিষ্ণপুর মোন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, শুভপুর এলাকার বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মোশারফ হোসেন, দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা আমির হোসেন ফয়েজী, ইসহাক মিয়ার ছেলে মো. রাসেল, মোবারক আলীর ছেলে মফিজুল ইসলাম , সুলতান আহম্মদের ছেলে মান্নান মিয়া, শুভপুর এলাকার আঃ অহিদের ছেলে নজির আহমেদ।