Top

কুরবানি সামনে রেখে ব্যস্ত রায়পুরের কামার শিল্পীরা

০৬ জুলাই, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ
কুরবানি সামনে রেখে ব্যস্ত রায়পুরের কামার শিল্পীরা
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

ঘামছে কামার, পুড়েছে লোহা, তৈরি হচ্ছে ছুরি-বঁটি-দা। এসব তৈরিতে পুরোদমে কামারশালাগুলো সরব হয়ে উঠেছে। ভাঁতির ফাঁসফুস আর হাতুড়ি পেটার ঠুকঠাক ও টুং টাং শব্দে মুখরিত কামারশালাগুলো। ঈদকে সামনে রেখে এমন ব্যস্ততা বেড়েছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শতাধিক কামারের দোকানে।

বুধবার (৭ জুলাই) উপজেলার রায়পুর মাছ বাজার, আলিয়া মাদ্রাসার মাথা, রাখালিয়া বাজার, কামারহাট বাজার, হায়দরগঞ্জ বাজার এলাকাসহ বেশকিছু কামারশালা ঘুরে দেখা যায় পশু কোরবানির জন্য দা, ছুরি, চাপাতিসহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে এখন থেকেই কামারপাড়ায় ঢুঁ মারছেন সাধারণ মানুষ। কেউবা আসছেন ঘরে থাকা দা-বটি-ছুড়িতে শান দিতে। শান দেওয়া নতুন দা, বঁটি, ছুরি ও চাকু সাজিয়ে রাখা হয়েছে দোকানের সামনে। দোকানের জ্বলন্ত আগুনের তাপে কামারদের কপাল থেকে ঝরছে ঘাম। চোখে মুখে ক্লান্তির ছাপ। তবুও থেমে নেই তারা। সকাল পেরিয়ে রাত পর্যন্ত চলছে হাতুড়ি পেটার কাজ।

বর্তমানে পশুর চামড়া ছাড়ানো ছুরি ১৫০ থেকে ৩শ টাকা, দা ২৫০ থেকে ৬শ টাকা, বটি ৩শ থেকে ৫শ টাকা, পশু জবাইয়ের ছুরি মান ও আকারভেদে ৩শ থেকে ১ হাজার টাকা, হাঁসুয়া ১৫০, মাংস কাটার ডাসা ২ হাজার টাকা, কাটারি ২৫০ থেকে ৩শ টাকা, কুড়াল ৮শ থেকে ১ হাজার টাকা ও চাপাতি ৫শ থেকে ১২শ টাকায় বিক্রি হচ্ছে।

বছর বছর ফিরে আসে পবিত্র ইদুল আজহা। গত দুই বছর করোনার কারণে ব্যবসায় ভাটা ছিল কামারদের। চলতি বছর করোনার প্রাদুর্ভাব থাকলেও নেই লকডাউন কিংবা কঠোর বিধি-নিষেধ। তাই এ বছরের স্বাভাবিক পরিস্থিতিতে ঈদের ৩/৪ দিন আগেই টার্গেট করেছেন তারা। এসময়ে অতীতের সব লোকসান কাটিয়ে ওঠার অপেক্ষায় আছেন এই কামার শিল্পীরা।

শেয়ার