Top

ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ড: জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

১৫ জুলাই, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ড: জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে মো. হাসিবুল বাশার (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে, হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার ও গ্রেফতারকৃতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী এবং গোপালপুর ইউনিয়ন ও বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

শুক্রবার (১৫ জুলাই) সকাল ১১ টায় বেগমগঞ্জের চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের কিছু অনুপ্রবেশকারী বেগমগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তারা কয়েকদিন পর পর একটা দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। কিছুদিন আগেও গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের এক নেতার রগ কেটে দিয়েছে।

এসময় ছাত্রলীগ নেতা হাসিবুলের হত্যাকারীদের দ্রুত বিচার ও এ ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারের দাবীও জানান বক্তারা।

প্রসঙ্গত, গত ৭ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপালপুর ১ নম্বর ওয়ার্ড কোটরা মোহাব্বতপুর গ্রামের জোড়া পোল এলাকায় হাসানের নেতৃত্বে মাসুম, মিন্টু, জয়, জাহিদসহ কয়েকজন অস্ত্রধারী হাসিবুলের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে জখম করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুলকে মৃত ঘোষণা করেন। ঘটনায় নিহতের চাচা সিরাজ মিয়া বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার