রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বজ্রপাতে বুড়িঘাট ইউনিয়ন পরিষদের সচিব জয় চকমা (২৮) নিহত হয়েছে। শনিবার (১৬জুলাই) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন- নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার।
স্থানীয় সূত্রে জানা গেছে-শুক্রবার সন্ধ্যার দিকে নানিয়ারচর উপজেলায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছিলো। ওইদিন সন্ধ্যায় জয় চাকমা বুড়িঘাটস্থ নিজ বাড়িতে বসে কম্পিউটারে কাজ করছিলেন। বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তি ওই ইউনিয়নের নানাক্রুম পাড়া এলাকার সত্যলাল চাকমার ছেলে।
বুড়িঘাট ইউপি প্যানেল চেয়ারম্যান কল্পনা চাকমা বজ্রপাতে জয় চাকমা মারা যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- সন্ধ্যার দিকে নানিয়ারচরে বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হয়েছিলো। এ ঘটনায় একই এলাকার পূর্নিমা চাকমা (২০) নামের এক তরুনী আহত হয়েছেন।
ওসি বলেন-এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।