Top

সুন্দরগঞ্জে গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ,৭ জনের বিরুদ্ধে মামলা

২৭ জুলাই, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে গার্মেন্টসকর্মীকে গণধর্ষণ,৭ জনের বিরুদ্ধে মামলা
গাইবান্ধা প্রতিনিধি :

বিয়ের কথা বলে ঢাকা থেকে এক গার্মেন্টসকর্মীকে গাইবান্ধার সুন্দরগঞ্জে এনে গণধর্ষণের ঘটনায় পৌর কাউন্সিলর হাবিব সহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল আজিজ জানায় ,সুন্দরগঞ্জ পৌর এলাকার বাসিন্দা কামরুল ইসলাম ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরী করতেন । কাজ করতে গিয়েই নেত্রকোনার বাসিন্দা এক যুবতী নারীর সাথে পরিচয় হয়। ৬ জুলাই ওই নারীকে বিয়ের প্রলোভনে কামরুল ইসলাম তাকে নিয়ে সুন্দরগঞ্জের পৌর এলাকায় ভাড়া বাসায় ওঠেন ।

৭ জুলাই থেকে ওই নারীকে কামরুল ইসলাম ভাড়া বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেন । শুধু তাই নয় ,সুন্দরগঞ্জ পৌর সভার কাউন্সিলর হাবিব সহ ৭ জন মিলে তাকে দীর্ঘদিন ঘরে আটকে রেখে ধর্ষণ করে । ২৫ জুলাই ধর্ষিতা নারী কৌশলে ছাড়া পেয়ে সুন্দরগঞ্জ থানায় গিয়ে ঘটনার বর্ণনা করেন ।
ঘটনা শুনে পুলিশ গণধর্ষনের শিকার ওই নারীকে ২৬ জুলাই পরীক্ষার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে আসেন । তারপর তার জবানবন্দি নিয়ে ওই ৭ ধর্ষকের বিরুদ্ধে গণধর্ষনের মামলা দায়ের করেন। ঢাকা যাওয়ার আগ্রহ প্রকাশ করায় ওই নারীকে ২৬ জুলাই রাতের ঢাকামুখী বাসে তুলে দেয়া হয়।
সুন্দরগঞ্জ থানার ওসি ইফতেখার মোকাদ্দেস জানান ,গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করার অভিযান চলছে।

 

বিপি/ আইএইচ

শেয়ার