Top

নীলফামারীতে ২ দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা ২০২২ উদ্বোধন

২৮ জুলাই, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ
নীলফামারীতে ২ দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা ২০২২ উদ্বোধন
নীলফামারী প্রতিনিধি :
বাংলা একাডেমীর সমন্বয়ে জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নীলফামারীতে ২ দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা ২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা শিল্প কলা একাডেমীতে জেলা প্রসাশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী ও বাংলা একাডেমীর সমন্বয়ে দুই দিন ব্যাপী (২৮-২৯ জুলাই) প্রধান অতিথি থেকে এ মেলার শুভ উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি। জেলা প্রসাশক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর সভাপতি, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব অসীম কুমার দে, প্রধান বক্তা বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকদের আগমনে মুখরিত হয়ে উঠে জেলা শিল্পকলা একাডেমী।
শেয়ার