Top

ফেইসবুকে পোস্ট দিয়ে আবৃত্তিশিল্পীর ‘আত্মহত্যা’

০৩ আগস্ট, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ
ফেইসবুকে পোস্ট দিয়ে আবৃত্তিশিল্পীর ‘আত্মহত্যা’

বরিশাল শহরে এক আবৃত্তিশিল্পী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন, মৃত্যুর আগে যার ফেইসবুক আইডিতে আত্মহত্যা বিষয়ে পোস্ট এসেছে। সেখানে তিনি লিখেছেন, “সব প্রস্থান বিদায় নয়…।”

বুধবার সকালে সামসুন্নাহার নিপা (২৫) নামে এই তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। নিপা শহরের উত্তর মল্লিক রোডের বাসায় বোনের সঙ্গে থাকতেন। ওই এলাকার ফজলুল করিমের মেয়ে তিনি।

কোতোয়ালি থানার এসআই আকলিমা বেগম বলেন, “ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিপার লাশ উদ্ধার করা হয়। নিপার বোন বলছেন, তিনি ঘুমিয়ে থাকায় কিছু টের পাননি। সকালে ঘুম ভেঙে বোনকে ঝুলন্ত দেখতে পান তিনি।”

নিপা উদীচী ও বরিশাল নাটকের সদস্য; বরিশাল শহরের গ্লোবাল ইউনিভার্সিটি থেকে এমবিএ পাস করেছেন।

উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, “নিপা নিয়মিত আবৃত্তি করতেন। তার এমন মৃত্যুতে আমরা বাকরুদ্ধ।”

পরিবারের সদস্যরা জানান, ২০২২ সালে মাগুরায় ‘জিয়াউল হক স্বর্ণপদক আবৃত্তি প্রতিযোগিতায়’ স্বর্ণপদক পান নিপা।

তার মৃত্যু সম্পর্কে কোতোয়ালি থানার ওসি আজিমুল করিম বলেন, “প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখবে পুলিশ।”

বিপি/এসএ

শেয়ার