Top
সর্বশেষ

শীর্ষ করদাতার সম্মাননা পেল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

০৫ আগস্ট, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ
শীর্ষ করদাতার সম্মাননা পেল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

২০২১-২০২২ অর্থবছরে লাইফ বীমা খাতে শীর্ষ করদাতার সম্মাননা লাভ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ।

মঙ্গলবার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল-১ এর সম্মেলন কক্ষে বৃহৎ করদাতা ইউনিট, ঢাকা থেকে এ সম্মাননা প্রদান করা হয়।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস প্রধান অতিথির কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন।

বৃহৎ করদাতা ইউনিট, ঢাকার কর কমিশনার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-৩, ঢাকার কর কমিশনার মো. নাজমুল করিম, বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল-৭ ঢাকার কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড ও বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক ও অন্যান্য শীর্ষ করদাতা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। তবে বীমা শিল্পে লাইফ বীমা কোম্পানিগুলোর মধ্যে একমাত্র ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি জাতীয় রাজস্ব বোর্ড থেকে শীর্ষ করদাতা হিসেবে সম্মাননা লাভ করে।

বিপি/এসএ

শেয়ার