Top

প্যারামেডিক্যাল পাস করেই স্ত্রী ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার : চেম্বার সিলগালা

০৯ আগস্ট, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
প্যারামেডিক্যাল পাস করেই স্ত্রী ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার : চেম্বার সিলগালা
শরীফ প্রধান, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দি পৌরবাজারে অভিযান চালিয়ে শিশু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেওয়া বিল্লাল হোসেন সরকার নামের এক ভুয়া চিকিৎসকের চেম্বার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিলগালা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট মো. মহিনুল হাসান।

এসময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানের আগেও তিনি রোগীকে ওষুধ লিখে দিয়েছেন একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে।

অথচ অভিযানের পর জানা গেলো তিনি কোনও চিকিৎসক ছিলেন না। এসএসসি পাসের পর তিন বছরের প্যারামেডিক্যাল কোর্স করেছেন। দীর্ঘদিন ধরে এই কোর্সকে পুঁজি করে প্রতারণা করে আসছিলেন তিনি। সোমবার বিকেলে দাউদকান্দি পৌর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান বলেন, একজন চিকিৎসককে চিকিৎসা সেবা দিতে হলে বিএমডিসি থেকে নিবন্ধিত থাকতে হয়। বিল্লাল হোসেন বিএমডিসির কোনও নিবন্ধন দেখাতে পারেনি। অথচ এখানে ভুয়া পদবি ব্যবহার করে দীর্ঘদিন চিকিৎসা দিয়ে আসছিলেন। খবর পেয়ে আমরা অভিযান করি। জানা গেছে, সে দীর্ঘদিন ধরে নামের আগে ডাক্তার লাগিয়ে সরাসরি চেম্বার খুলে ব্যবসা করে আসছিল। কিছুদিন ধরে তিনি স্ত্রী ও শিশুরোগ বিশেষজ্ঞসহ নানান ধরনের পদবী ব্যবহার শুরু করে। বিল্লালকে আমরা ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেই ও তার নিজের তৈরি করা চেম্বার সিলগালা করে দেই। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার