Top

দেবিদ্বারে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

১২ আগস্ট, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ
দেবিদ্বারে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা দেবিদ্বার উপজেলায় ৪৮ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আকট করছে থানা পুলিশ। আকট মাদক ব্যবসায়ীর নাম সোহরাব হোসেন রনি (৩৮)।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

জানা যায়, দেবিদ্বার থানাধীন কাবিলপুর গ্রামস্থ আনসার ক্যাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় তার নিকট ৪৮ বোতল মাদক পাওয়া যায়। আটক সোহরাব হোসেন রনির (৩৮) কুমিল্লা কোতয়ালী থানার কালিয়াজুরি গ্রামের মোস্তফার ছেলে।

দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায় করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিপি/এসএ

শেয়ার