Top

বেক্সিমকোর ওয়্যারহাউজে ঠাঁই হলো করোনার ভ্যাকসিনের

২৫ জানুয়ারি, ২০২১ ৩:১৫ অপরাহ্ণ
বেক্সিমকোর ওয়্যারহাউজে ঠাঁই হলো করোনার ভ্যাকসিনের
অনলাইন ডেস্ক :

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনে আনা ৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বেক্সিমকোর ফার্মাসিটিক্যালসের ওয়্যারহাউজে নেওয়া হয়েছে।

ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ ভ্যাকসিনবাহী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ৫৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এরপর বেক্সিমকোর নয়টি বিশেষ ফ্রিজার কাভার্ড ভ্যানে করে দুপুর ১টার দিকে ভ্যাকসিনগুলো নেওয়া হয় বেক্সিমকোর ওয়্যারহাউজে (গুদাম) নেওয়া হয়। সেখানেই ভ্যাকসিনগুলো নামিয়ে রাখা হচ্ছে। ওয়্যারহাউজে রেখে ভ্যাকসিনগুলো যাচাই-বাছাই করা হবে।

এরপর ভ্যাকসিনগুলো পাঠানো হবে প্রতিটি জেলায়। এ প্রক্রিয়াটি সম্পন্ন হতে আরও চার-পাঁচদিন লাগবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।

শেয়ার