Top

সীমান্তে চীন-ভারত সেনাদের সংঘর্ষ

২৫ জানুয়ারি, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ
সীমান্তে চীন-ভারত সেনাদের সংঘর্ষ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম সীমান্তে চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে ভারতীয় সেনাদের। পাঁচ হাজার মিটারের বেশি উচ্চতার সিকিমের নাকু লা গিরিপথে গত বুধবার সংঘর্ষ হয়।

এতে উভয় পক্ষের সেনা আহত হয়েছে বলে ভারতের সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যার সমাধান হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানান, ভারতীয় অঞ্চলে চীনের সেনারা ঢোকার চেষ্টা করলে তাদের ফেরত পাঠানো হয়।

ভারতের সেনাবাহিনী ঘটনাটিকে বড় করে দেখাতে চায়নি। তারা জানায়, ২০ জানুয়ারি সিকিমের উত্তরাঞ্চলে ছোট আকারে সংঘর্ষ হয়। প্রটোকল অনুযায়ী স্থানীয় কমান্ডারদের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

চীন, ভারত দুই দেশই সীমান্তের বিশাল এলাকা নিজেদের দাবি করে আসছে। এ নিয়ে সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে।

গত বছরের জুনে চীন-ভারত সীমান্তবর্তী লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের মধ্যে সংঘাতে কমপক্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়।

লাদাখ থেকে দেড় হাজার মাইল পূর্বের ভুটান ও নেপালের মাঝামাঝিতে সিকিমের অবস্থান।

শেয়ার