Top

মানিকগঞ্জে পালিত হলো দুর্গাপূজার মহালয়া

২৫ সেপ্টেম্বর, ২০২২ ১:১৭ অপরাহ্ণ
মানিকগঞ্জে পালিত হলো দুর্গাপূজার মহালয়া
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের শিববাড়ী মন্দিরে গতকাল অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজার মহালয়া নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজক কমিটির তথ্য সূত্রে জানা গেছে, মহালয়া নিয়ে একমাত্র ঢাকাস্থ ঢাকেশ্বরী মন্দিরেই কেবল উৎসব হয়ে থাকে। তবে এবার ঢাকার বাইরে মানিকগঞ্জের তবলা বাদক শ্যামল কর্মকারের উদ্যেগে শিববাড়ী মন্দিরের সার্বিক তত্ত্বাবধানে “তবলা তীর্থ” এই মহালয়ার আয়োজন করে।

এসময় মহালয়ার সাংস্কৃতিক সন্ধ্যায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ডায়াবেটিকস হাসপাতালের সাধারণ সম্পাদক আ,ফ,ম সুলতানুল আজম খান আপেল। নানান ভক্তি মুলক গান পরিবেশনার মধ্যদিয়ে চন্ডীপাঠ পাঠ করা হয়।

মুলত সপ্তমী পুজার ঠিক ছয়দিন আগে মহালয়া পালন করা হয়ে থাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয়, দেবীর দুর্গার মর্তে আগমন ও গমন যে বাহনে, তার ওপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে।

এই বছর দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা। আর উমা কৈলাসে ফিরবেন নৌকায় যার শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি।

শেয়ার