Top

নড়াইল বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

২৬ সেপ্টেম্বর, ২০২২ ১:৩২ অপরাহ্ণ
নড়াইল বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নড়াইল প্রতিনিধ :

নড়াইল সদর উপজেলার ১২নং বিছালী ইউনিয়নে বিএনপি’র কমিটি গঠনকে কেন্দ্র করে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা যায়, সৎ ও ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে কমিটি থেকে তাদের বাদ দেওয়া। নতুন কমিটি গঠন করার জন্য মাঠে নেমেছে বিএনপি’র একাংশ। তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার ২৫ সেপ্টেম্বর বিকাল ৫ টার দিকে স্থানীয় দক্ষিন নড়াইলের চাকই মোল্লার হাটে বিএনপির কমিটি অগণতান্ত্রিকভাবে গঠিত হওয়ার প্রতিবাদে ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে পদ বঞ্চিত নেতারা।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ৩,৪,ও ৭ নং ওয়ার্ডের সভাপতি মনিরুজ্জামান, ওয়াহিদুজ্জামান এবং জাকারিয়া। ২,৪,৬ ও ৭ নং ওয়ার্ডেন সাধারন সম্পাদক খান ইকবাল, রাজিব হোসেন,শহিদুল হোসেন ও সিদ্ধিকুর রহমান।

এছাড়া দলীয় নেতা কর্মী উপস্থিত থেকে নবগঠিত কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছেন। মানববন্ধনে নেতারা দাবী করেছেন অচীরেই যেনো এ কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতাদের নিয়ে কমিটি করা হয়।

শেয়ার