Top

শ্রীপুরে অর্ধ-ঝুলন্ত অজ্ঞাত মরদেহ উদ্ধার

৩০ সেপ্টেম্বর, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
শ্রীপুরে অর্ধ-ঝুলন্ত অজ্ঞাত মরদেহ উদ্ধার
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে লিচু বাগান থেকে গেঞ্জি কাপড়ের জুট দিয়ে বাঁধা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মরদেহের হাতে পায়ে ছুলে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে।দুই পায়ের হাঁটু মাটিতে লাগানো ছিল।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর)বেলা ১১টায় উপজেলার তেলিহাটির টেপিরবাড়ির লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

দীর্ঘক্ষন চেষ্টা করেও পিবিআই ও সিআইডি ফিঙ্গার প্রিন্ট দিয়েও মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি।মরদেহের পরনে লুঙ্গি ও টি-শার্ট ছিল এবং গলায় ও কোমরে সুতা পেচানো তাবিজ বাঁধা ছিল।

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে এলাকার স্থানীয় মহিলা লিচু বাগানে লাকড়ি আনতে যাওয়ার পথে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির অর্ধ ঝুলন্ত মরদেহ দেখতে পায়।ধারনা করা হচ্ছে অন্য কোনো জায়গা থেকে হত্যা করে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার হয়।

এ ব্যাপারে কালিয়াকৈর সার্কেল অফিসার আজমীর হোসেন বলেন, টেপিরবাড়ি থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

শেয়ার