Top

ওমরাহ শেষে দৌলতপুর ইউপিবাসীর জন্য দোয়া চেয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ

০৫ অক্টোবর, ২০২২ ১২:২৪ অপরাহ্ণ
ওমরাহ শেষে দৌলতপুর ইউপিবাসীর জন্য দোয়া চেয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদিআরব মক্কা শাখার সাধারণ সম্পাদক, তরুণ উদ্যোক্তা ও প্রবাসে সফল ব্যবসায়ী মো. শরীফুল ইসলাম (শরীফ) কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বেশ আলোচনায় ।

সামাজিক কার্যক্রম, দুস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও নীজ দলীয় আ’লীগের রাজনৈতিক কর্মকান্ড নিয়মিত করছেন তিঁনি। তরুণ এই সমাজসেবক ও রাজনৈতিকের পিছনে ঝুঁকছে ওই ইউনিয়নের তরুণ ও যুব সমাজ। মাদক ও কিশোরগেং মুক্ত ইউনিয়ন গড়ার স্বপ্ন তাঁর।

তিনি আজ পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ হজ্ব পালন শেষে মহান সৃষ্টিকর্তার নিকট দৌলতপুর ইউনিয়ন বাসীর সর্বস্তরের মানুষের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, আল্লাহর ঘরে গিয়ে দৌলতপুর ইউনিয়ন বাসীর জন্য দোয়া চেয়েছি। আসছে ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হবো। নির্বাচীত হলে কিশোর গ্যাং, চাঁদাবাজ ও মাদকের ভয়াল ছোবল থেক ইউনিয়নকে রক্ষা করাই হবে আমার মূল লক্ষ্য, ইনশাআল্লাহ। আসছে ৬ অক্টোবর (বৃহস্পতিবার) একটি আন্তর্জাতিক ফ্লাইটে দেশে আসবেন বলে জানিয়েছে।

শেয়ার